এফআইসিএল চেয়ারম্যান শামীমের বিরুদ্ধে মামলা, সম্পত্তি ক্রোক
১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩২
ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের দায়ে ফারইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (এফআইসিএল) চেয়ারম্যান মো. শামীম কবীরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত শামীম কবীরের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুদকের উপসহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন কুমিল্লায় মামলাটি দায়ের করেন। পরে আদালত তার সম্পত্তি ক্রোকের আদেশ দেন বলে দুদক সূত্রে জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন গ্রাহকের আমানতের টাকা দিয়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেন মো. শামীম কবীর। এই অর্থ দিয়ে নিজে ব্যবস্থাপনা পরিচালক হয়ে এফআইসিএল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্সসহ বিভিন্ন নামে সম্পদ কিনে বা রূপান্তর করে ২১ কোটি ৯১ লাখ ৪১ হাজার ৮৩১ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেন শামীম।
এফআইসিএল দুদক ফারইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি শামীম কবীর