দলে ফিরলেন মেয়র নাছিরের প্রশংসা করে বহিষ্কৃত মহিলা দলের নেত্রী
১৬ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৬
চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের অনুষ্ঠানে গিয়ে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের প্রশংসা এবং তাকে আবারও মেয়র হিসেবে দেখতে চেয়ে বক্তব্য দিয়ে বহিষ্কার হওয়া নেত্রীকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। বহিষ্কৃত মনোয়ারা বেগম মণিকে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতির পদও ফিরিয়ে দেওয়া হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহার সংক্রান্ত চিঠি চট্টগ্রাম মহানগর বিএনপির অফিসে পৌঁছেছে। একইসঙ্গে বহিষ্কৃত মনোয়ারা বেগম মণিও চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন।
মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা জাহান সারাবাংলাকে বলেন, ‘মনোয়ারা বেগম মণির দলের জন্য ত্যাগ আছে, অবদান আছে। দলের দুঃসময়ে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং আছেন। চট্টগ্রামে আন্দোলন-সংগ্রামে মণির ভূমিকা আছে। তিনি কয়েকবার জেলেও গেছেন। আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। আমরা সবাই ওনার সন্তানের মতো। দলের এই সংকটময় সময়ে সন্তানেরা বিবাদে জড়ানো উচিৎ নয়। রাজনীতি করতে গেলে ছোটখাট ভুল অনেক সময় হয়ে যায়। ভুল শোধরানোর সুযোগও আছে। আমরা মণির বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করতে বলেছি।’
চিঠি পাবার কথা জানিয়ে মনোয়ারা বেগম মণি সারাবাংলাকে বলেন, ‘অনিচ্ছাকৃত ভুল করেছিলাম। এই দল আমার পরিবারের মতো। দল আমাকে ভুল শোধরানোর সুযোগ দিয়েছে। এই দলের জন্য এবং দেশনেত্রীর মুক্তির জন্য আমি আমার জীবন উৎসর্গ করলাম।’
মনোয়ারা বেগম মণি চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের (লালখানবাজার, জামালখান ও বাগমণিরাম) কাউন্সিলর।
গত বছরের ৪ অক্টোবর নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ব্যানারে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মনোয়ারা বেগম মণি বলেন, ‘আজ আমি আ জ ম নাছির উদ্দীন সম্পর্কে কিছু কথা বলতে চাই। উনাকে আমি যখন ডেকেছি, যেকোনো প্রোগ্রামে, নাক ফোঁড়ানো, একটু অসুস্থ রোগীকে দেখা…সবকিছুতেই উনি হজির হন। সকাল ৮টা থেকে রাত ২টা পর্যন্ত উনি জনগণের সাথে মিশে যান। উনি একঘণ্টাও রেস্ট নেন না। আমি নিজে দেখেছি। আমি অবাক হয়ে যাই, একজন মানুষ কিভাবে জনগণের জন্য এভাবে নিজেকে নিবেদিত করতে পারেন!’
মণি আরো বলেন, ‘আ জ ম নাছির একটা দল করেন, আমি আরেকটা দল করি। সেটাতে আমি বিশ্বাসী না। আমি বুঝি, দলমত ঊর্ধ্বে উঠে মানবতার সেবা। মানবতার জন্য কাজ করাই হচ্ছে রাজনীতি, সমাজনীতি। কে কোন দল করে সেটা বিবেচনা করে আ জ ম নাছির কাজ করেন না। উনি একটা জায়গায় আওয়ামী লীগের সেক্রেটারি। কিন্তু উনি চট্টগ্রামের অভিভাবক। আগামী দিনেও আমরা আ জ ম নাছিরকে আবার মেয়র হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ। সবকিছুর ঊর্ধ্বে উঠে আ জ ম নাছির সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মেয়র হবেন; আবার এখানে আসবেন। আমরা আবার ফুল দিয়ে বরণ করে নিব তাকে।’ এসময় মণি ‘আ জ ম নাছির একটি বিপ্লবের নাম’ বলেও মন্তব্য করেন।
এই বক্তব্য নিয়ে বিএনপিতে তোলপাড় সৃষ্টি হলে পরদিন তাকে বহিষ্কার করা হয়।