Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেনিসের কবলে যুক্তরাজ্য, বিদ্যুৎ বিভ্রাট-বন্যা-রাস্তাঘাট বন্ধ


১৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:২১

যুক্তরাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড় ডেনিস। এতে সাউথ ওয়েলস ও ইংল্যান্ডের অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। কোথাও হয়েছেন ভূমিধস। এরসঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগ। খবর বিবিসির।

পোওয়স, নেৎ ও মনমাউথসয়ার প্লাবিত হয়েছে। আটকে-পড়াদের উদ্ধারে সেখানে তৎপরতা অব্যাহত রয়েছে। হেয়ারফোর্ডশায়ারে অনেক বাড়িঘর বন্যায় প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঝড় আঘাত হেনেছে টর্নেডোর মতো।

যুক্তরাজ্যজুড়ে অন্তত ৩০০টি স্থানে বন্যা সতর্কতা জারি করা হয়েছিল। তবে বর্তমানে ইংল্যান্ডে ৭টি ও ওয়েলসে ২টি মারাত্মক বন্যা সতর্কতা জারি রয়েছেন। বন্যায় আক্রান্তদের জন্য চালু করা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্র।

অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল জেনিফার গিলমার উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন। সাধারণ মানুষদের আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আবহাওয়া সংস্থাগুলো বিনা প্রয়োজনে কাউকে ভ্রমণে না বেরুতে অনুরোধ করেছে।

ডেনিস যুক্তরাজ্য


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর