‘আদৌ খালেদা জিয়ার প্যারোলে মুক্তি প্রয়োজন কি না দেখতে হবে’
১৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:২৪
চট্টগ্রাম ব্যুরো: আবেদন করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে কথা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রয়াত আইনজীবী নুরুচ্ছাফা তালুকদারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
খালেদার মুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘প্যারোলে মুক্তির জন্য আবেদন করলেই যে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে সেটা নয়। ওনার আদৌ প্যারোলে মুক্তি প্রয়োজন কি না সেটাও দেখতে হবে। বেগম জিয়ার শারীরিক সমস্যা অনেক পুরনো। সেটাকে বিএনপি ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করছে জনগণের সহানুভূতি পাবার জন্য।
‘বেগম খালেদা জিয়ার পরিবার কিংবা তার দল কারও পক্ষ থেকে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন করা হয়। এটা বিএনপি বলছে শুধু টেলিভিশনের সামনে। পত্রিকায় দেখেছি খালেদা জিয়ার পরিবার প্যারোলে হলেও উনার মুক্তি চান। প্যারোল হচ্ছে বিশেষ ব্যবস্থায় মুক্তি। এটি আইনি প্রক্রিয়া নয়, প্রশাসনিক ব্যবস্থা। এটা আবেদন যখন করবে তখন কথা হবে’, বলেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি বারবার বলছে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে। গত ১১ বছরে বিএনপির পক্ষে কোন আন্দোলন করা সম্ভব হয়নি। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার কোন ক্ষমতা বিএনপির নেই। বেগম খালেদা জিয়া কোন রাজবন্দি নন। তাকে মুক্ত করতে হলে আইনের মাধ্যমেই মুক্ত করতে হবে।’
স্মরণসভা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট নিখিল কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক।
এছাড়া সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বার কাউন্সিলের সদস্য দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. জিয়াউদ্দিন, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, আইনজীবী মুজিবুল হক, আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী, আবদুর রশিদ, আয়ুব খাঁন, অশোক কুমার দাশ, মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।