Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসি উপনির্বাচন: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ 


২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন অাপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের অাপিল বেঞ্চ এ অাদেশ দেন।

তবে এ সময় পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অাইনজীবী তৌহিদুল ইসলাম।

এর অাগে গত ২২ ফেব্রুয়ারি নির্বাচন চেয়ে রিটের পক্ষভুক্ত হন মেয়র প্রার্থী তাবিথ অাউয়াল।

অাদালতে নির্বাচন কমিশনের পক্ষে অাইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন তৌহিদুল ইসলাম , রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, তাবিথ অাউয়ালের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত ১৭ জানুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট ডিএনসিসি নির্বাচনের তফসিলের কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে, ওই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন।

এ অাদেশের বিরুদ্ধে অাপিল করা হলে গত ৪ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

ডিএনসিসি মেয়রের শূন্য পদে উপনির্বাচনের ঘোষিত তফসিলের স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করেন রাজধানী উত্তরের বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান।

গত বছরের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের আকস্মিক মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি  তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর