Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবিধাবঞ্চিত শিশুদের বই উপহার দিল বিকাশ


১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৬:২৬ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল অভিযাত্রিক মিরপুর শাখার রুকু, মুন্নি, আসমা, রাজিব, আঁখির জন্য গত ১৩ ফেব্রুয়ারি ছিলো অন্যরকম খুশির একটি দিন। এই শিশুরা সহপাঠীদেরর সঙ্গে বইমেলায় ঘুরতে এসে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের পক্ষ থেকে নতুন বই উপহার পেয়েছে।

অমর একুশে গ্রন্থ মেলা প্রাঙ্গণে বিকাশের বই সংগ্রহ কেন্দ্রে বিকাশ এবং পাঠকদের কাছ থেকে বই প্রদান কার্যক্রমের মাধ্যমে পাওয়া বই সুবিধাবঞ্চিত ওই শিশুদের হাতে তুলে দেয়া হয়। বইমেলাকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, কিছু প্রাথমিক বিদ্যালয়, পাঠাগার, বৃদ্ধাশ্রম লাইব্রেরি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে ৫ হাজার বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিকাশ। একইসঙ্গে মেলায় আসা ক্রেতা, পাঠক, লেখক, দর্শনার্থীদের বই প্রদান কার্যক্রমে আগ্রহী করে তুলতে মেলা প্রাঙ্গনে বই সংগ্রহ কেন্দ্র তৈরি করেছে বিকাশ।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, সব বয়সের মানুষের মননের উৎকর্ষ সাধনে বই এর কোনো বিকল্প নেই। শিশুদের ক্ষেত্রে বই পড়ার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। বিকাশের পক্ষ থেকে এই উদ্যোগের মাধমে মেলায় আসা পাঠক-ক্রেতা-লেখক-দর্শনার্থীদের সঙ্গে নিয়ে আমরা যত বেশি বই সংগ্রহ করতে পারব, সারাদেশের বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত শিশুসহ নাীষ বয়সের পাঠকদের কাছে তত বেশি বই পৌঁছে দিতে পারব।

এদিকে, অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা যে স্কুল চালাই, সেখানে সেই অর্থে লাইব্রেরি নেই। তাই ওদের জন্য বই দেয়ার বিকাশের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এর সঙ্গে মেলায় আসা অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য বই কেনার পাশাপাশি এই বাচ্চাদের জন্যও একটা করে বই কিনে দেন তাহলে ওদের সুস্থ চিন্তা ও মননের বিকাশ ঘটার সুযোগ তৈরী হবে, আরো আনন্দময় হবে তাদের জীবন।

প্রসঙ্গত, এই বই বিতরণ কার্যক্রম ছাড়াও বাংলা একাডেমি বইমেলার সার্বিক আয়োজনের সাথে বিগত কয়েক বছর ধরে প্রত্যক্ষভাবে জড়িত আছে বিকাশ।

অভিযাত্রিক অমর একুশে গ্রন্থমেলা ২০২০ বই সংগ্রহ কেন্দ্র বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর