Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা বিতর্কে বাসের জানালা থেকে সরছে বিজ্ঞাপন


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীতে চলাচল করা শীতাতপ নিয়ন্ত্রিত বাসের জানালার ওপরে লাগানো পর্দা বা স্টিকার তুলে ফেলা হচ্ছে।

এসব বাসে স্টিকার লাগিয়ে জানালা ঢেকে ফেলার কারণে নারী হয়রানির ঘটনা ঘটতে পারেএমন আশঙ্কা থেকে সমালোচনা ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। বাসের জানালা ঢেকে ফেলার পর ভেতরে কোনো নারী হয়রানির শিকার হলে তা বাইরে থেকে নজরে পড়বে না বলেও বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আদেশ পেয়ে বাসগুলোর মালিকরা স্টিকার সরিয়ে ফেলতে শুরু করেন।

কয়েকজন বাস মালিকের সঙ্গে কথা হয় সারাবাংলার। তারা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অনুমোদন নিয়েই বাসজুড়ে এসব বিজ্ঞাপন লাগানো হয়েছিল। বিনিময়ে বছর প্রতি বিজ্ঞাপন কোম্পানিগুলো এক লাখ টাকা করে দেবে বলে চুক্তি হয়েছিল। এখন বিআরটিএ’র নির্দেশের পর শুধু বাসের জানালা থেকে বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছেন তারা।

বিজ্ঞাপন

বিআরটিএ’র একটি সূত্র জানিয়েছে, গণপরিবহনের জানালায় বিজ্ঞাপন লাগানোর কারণে যৌন হয়রানি বাড়তে পারে বলে অভিযোগ আসার পর বিষয়টি খতিয়ে দেখা হয়। এরপর বাস মালিকদের ডেকে বাসের জানালা থেকে বিজ্ঞাপন মোড়ানো স্টিকার সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, ঢাকা চাকা নামের ১৭টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস এসব বিজ্ঞাপনে সাজানো হয়। এছাড়া ঢাকার প্রায় সব শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে এই চুক্তি করা হয়।

গুলশান চাকা নামের শীতাতপ নিয়ন্ত্রিত বাস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মন্টু মিয়া সারাবাংলাকে বলেন, তারা শুধু বাসের জানালার অংশ থেকে বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছেন। তবে রাজধানীতে এসি বাসে কোনো ধরনের নারী নির্যাতনের ঘটনা এখন পর্যন্ত নেই বলে দাবি করেন এ বাস মালিক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনুমোদন নিয়েই এসব বিজ্ঞাপন বাসে লাগানো হয়েছে বলে দাবি করেন মন্টু মিয়া। তিনি জানান, বিজ্ঞাপন কোম্পানিগুলো বাস প্রতি বছরে ১ লাখ টাকা দিয়েছিল তাদের। এতে বাসের চেহারায় নতুনত্ব আসে। রঙচটা বাসের পরিবর্তে নতুন চেহারা পায় বাস। এখন স্টিকার তুলতে অনেক টাকা খরচ হয়ে যাবে বলেও জানান তিনি।

সড়ক পরিবহন আইন, ২০১৮ তে বলা আছে, সরকার বা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পরিবহন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট নয় এ ধরনের কোনো ধরনের ভ্রাম্যমাণ বাণিজ্যিক কার্যক্রম মোটরযানে পরিচালনা করা যাবে না না বা পরিচালনার অনুমতি দেওয়া যাবে না। তবে সরকারি কর্মসূচির অধীন বিক্রয়, হস্তান্তর বা প্রমোশনাল কার্যক্রম এর আওতাভুক্ত হবে না।

দুই বছর আগে রাজধানীতে বিআরটিসি’র শীতাতপ নিয়ন্ত্রিত কয়েকটি বাসে জানালাসহ মোড়ানো বিজ্ঞাপন দেখা গিয়েছিল। তবে এবার বেসরকারি বেশ কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস এভাবে বিজ্ঞাপনে মোড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান ড. কামরুল ইসলাম।

সারাবাংলাকে তিনি বলেন, ‘এটা বেআইনি। এতে নারী যাত্রীর নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এজন্য ম্যাজিস্ট্রেটদের নিয়ে বৈঠক করে মোবাইল কোর্টের নির্দেশ দিয়েছি। তারা মোবাইল কোর্ট পরিচালনা নেমেছেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গ্রিন ঢাকা টপ নিউজ ঢাকা চাকা বাসের জানালায় বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর