Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদার জন্য প্যারোলের ইচ্ছাও প্রকাশ করেনি কেউ’


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য তার পরিবার বা দল থেকে কোনো আবেদন করা দূরের কথা, কেউ ইচ্ছাই প্রকাশ করেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, কারাবন্দি খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য নিয়ম মেনে আবেদন করতে হবে। তার প্যারোলে মুক্তি নিয়ে সবাই কথা বলছেন। সবার মুখে মুখে শোনা গেলেও এখনো কেউ আবেদনই করেননি। এমনকি যারা মুক্তি চান, তারা কোনো ইচ্ছাও প্রকাশ করেননি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি কারাগারে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। তার মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমেই সুরাহা হবে। এ নিয়ে সরকারের কিছু করার নেই।

ব্যাংকে থেমেছে, জঙ্গি অর্থায়ন হচ্ছে হুন্ডি-হাওলায়

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি অর্থায়ন বিষয়ক এই অনুষ্ঠানে বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জঙ্গিরা হামলা শুরু করে। হলি আর্টিজান, নারায়ণগঞ্জ, কল্যাণপুর, সিলেট, কুমিল্লা, রাজশাহীতে হামলার পর জঙ্গিরা টার্গেট কিলিং শুরু করে। আমরা বিশ্লেষণ করে দেখলাম, এরা সবাই দেশীয় জঙ্গি। তাদের টার্গেট ছিল এ দেশকে জঙ্গিরাষ্ট্র বানিয়ে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এ দেশের মানুষ ঘুড়ে দাঁড়ায়।

মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর নজরদারি শুরু করি। অনেকে ধরা পড়ে। জঙ্গি অর্থায়ন যেভাবে ব্যাংকের মাধ্যমে হয়েছিল, তা এখন আর হচ্ছে না। ফলে আমরা জঙ্গিদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন হুন্ডি ও হাওলার মাধ্যমে জঙ্গি অর্থায়ন হচ্ছে। আমরা সেদিকেও নজর দিচ্ছি। এ দেশ থেকে যারা ধর্মের নামে বিদেশ থেকে টাকা আনছে, অন্যদিকে যারা টাকা দিয়ে দিচ্ছে, হয়তো তারা জানেও না কোথায় কেন টাকা দিচ্ছে। লন্ডন থেকে টাকা আসছে বলে আমরা জানতে পেরেছি। কারা পাঠাচ্ছে আর কারা সংগ্রহ করছে, এখন সেদিকে নজর দেবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, ডাকসুর জিএস সাদ্দাম হোসাইনসহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

খালেদার জন্য প্যারোলের ইচ্ছাও প্রকাশ করেনি কেউ স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর