Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মেয়র মনজুরের শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১০ লাখ টাকা জরিমানা


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের মালিকানাধীন একটি জাহাজ কাটার কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এই আদেশ দিয়েছেন।

জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় গোল্ডেন আয়রন ওয়ার্কস লিমিটেড নামে এই শিপ ব্রেকিং ইয়ার্ডের সঙ্গে একটি রি-রোলিং মিলও আছে। সম্প্রতি পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা সেখানে পরিদর্শনে ছাড়পত্রের শর্তভঙ্গের অভিযোগ পান। এরপর কারখানা কর্তৃপক্ষকে শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন সারাবাংলাকে বলেন, ‘ছাড়পত্রের শর্তভঙ্গের অভিযোগের ওপর কারখানার প্রতিনিধির উপস্থিতিতে শুনানি হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইনের ৭ ধারায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশন জাহাজ কাটা সাবেক মেয়র এম মনজুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর