Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী


২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৮

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : দেশের প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬৫ শিক্ষার্থীর মাঝে ইউজিসি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে ক্ষমতায় এসে আমরা একটিমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় করি। সিলেট, চট্টগ্রাম, রাজশাহীতেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। আমাদের ইচ্ছা আছে, দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা আমাদের আছে।’

শিক্ষাখাতের উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর মাত্র ৯ মাসে বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধান উপহার দিয়েছিলেন। সেখানেও তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। ৭৪ সালে বিজ্ঞানী কুদরত এ খুদার নেতৃত্বে শিক্ষা কমিশন করে দেন। কিন্তু দুঃখের বিষয় কমিশনের সেই সুপারিশ আর আলোর মুখ দেখেনি।’

নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেখি দেশে স্বাক্ষরতার হার ৪৫ ভাগ। আমরা উদ্যোগ নিলাম পর্যায়ক্রমে একেকটি জেলাকে নিরক্ষরমুক্ত করা হবে। আমরা সফলতা অর্জন করেছি। সে সময়ে শিক্ষার হার বেড়ে দাঁড়িয়েছিল ৬৫ দশমিক ৫।

উচ্চশিক্ষায় গবেষণাখাতে কোনো অর্থবরাদ্দ ছিল না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘৯৬ সালে সরকার ১২ কোটি টাকা বরাদ্দ দেয়। পরের বাজেটে এ খাতে সরকার আরও ১০০ কোটি টাকা থোক বরাদ্দ দেয়।’

বিজ্ঞাপন

গরিব শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি চালুর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এরইমধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করা হয়েছে। আমরা ১ হাজার কোটি টাকা ফিক্সড ডিপোজিট করেছি। সেই টাকা দিয়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি দেওয়া অব্যাহত রয়েছে।’

বছরের শুরুতে বিনামূল্যে পাঠ্যবই দেওয়া সরকারের অন্যতম সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ‘এ বছর চার কোটির বেশি শিক্ষার্থীদের হাতে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৪২টি বই দেওয়া হয়েছে। নতুন বই পেলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ জন্মে এছাড়া অভিভাবকদের বোঝাও লাঘব হয়।’

উচ্চশিক্ষার উন্নয়নে কারিগরি দক্ষতার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, ‘আমরা মেরিটাইম বিশ্ববিদ্যালয় করেছি, ডিজিটাল বিশ্ববিদ্যালয় করেছি, ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় করেছি। সমুদ্র সম্পদের গুরুত্ব অনুধাবন করে আমরা সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করেছি। বিশাল সমুদ্র সম্পদকে কীভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে গবেষণা চলছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিষয়টি পড়ানো হচ্ছে।’

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর