Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান মাশরাফির


১৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩০

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, মুজিব বর্ষকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত, আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, দুর্নীতি করতে দেবো না, দুর্নীতি করব না এবং ছোটদের ভালো শিক্ষা দেবো।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মাশরাফি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ওতোপ্রোতভাবে জড়িত। এখান থেকেই বাংলাদেশের সমস্ত ইতিহাসের সৃষ্টি বলা যায়। আপনারা ভালো ভালো কাজ করবেন। আপনাদের ভালো কাজগুলো বরাবরের মতোই ইতিহাস হয়ে থাকবে। আপনারা একেকজন ইতিহাস হয়ে উঠবেন এটাই আশা করি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন, আমি মনে করি আপনারা সে স্বপ্ন নিয়ে এসেছেন এবং সেটা পূরণে কাজ করে যাবেন। বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণ করতে পারেননি। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে স্বপ্ন পূরণ করছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। আশা করি আপনারা সে স্বপ্ন লালন করেন এবং তাকে সহযোগিতা করবেন।’

বাংলাদেশ ক্রিকেটের আইকন এই খোলোয়াড় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেটার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। কারণ, প্রথমত আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, দ্বিতীয়ত আপনারা তরুণ সমাজ। আমি বিশ্বাস করি আপনারা সমস্ত ভালো কাজের সঙ্গে জড়িয়ে থাকবেন। আপনাদের ভালো কাজগুলো নিদর্শন হয়ে থাকবে।’

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় মাশরাফি মুজিববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর