কাপ্তাই হ্রদে নৌপথে শৃঙ্খলা ফেরাতে অভিযান
১৭ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৮
রাঙ্গামাটি: পর্যটন শহর রাঙ্গামাটির বিভিন্ন নৌঘাটে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ইঞ্জিনচালিত বোট মালিক ও চালকদের সচেতনতা বৃদ্ধি এবং ফিটনেসবিহীন ইঞ্জিনচালিত নৌকা চলাচল, লাইফ জ্যাকেট ব্যবহার ও ইঞ্জিনচালিত নৌকার ছাদ খুলে ফেলার নির্দেশনা দেওয়া হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের ফিশারি ঘাট, রাঙ্গামাটি শহিদ মিনার এলাকায় অবস্থিত পর্যটন অবতরণ ঘাট ও পর্যটন কমপ্লেক্স ঘাটে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ। অভিযানে নৌট্যুরিস্ট পুলিশের সদস্যরাও সঙ্গে ছিলেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ বলেন, শীতের এই মৌসুমে দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য পর্যটক হ্রদ-পাহাড়ের রাঙ্গামাটিতে বেড়াতে আসেন। তাই পর্যটকরা যেন নিরাপদে ভ্রমণ করতে পারেন, সে উদ্দেশে জেলা প্রশাসকের নির্দেশে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কোনো ধরনের নৌদুর্ঘটনা রাঙ্গামাটিতে যেন আর না ঘটে, সে কারণেই এই অভিযান। এমন অভিযান সামনের দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে, গত শুক্রবার রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত পর্যটকবাহী নৌকা ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। ঘটনার পরিপ্রেক্ষিতে বিকেলে জেলা প্রশাসনের জরুরি সভায় ফিটনেসবিহীন ইঞ্জিনচালিত পর্যটকবাহী নৌকা চলাচল বন্ধ, লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক ও ইঞ্জিনচালিত পর্যটকবাহী নৌকার ছাদ খুলে ফেলার নির্দেশনা জারি করে জেলা প্রশাসন।
এসব নির্দেশনা কতটুকু বাস্তবায়িত হচ্ছে, তা পর্যবেক্ষণ করাসহ নৌপথ নিরাপদ রাখতেই ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছেন।