Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইলিয়াস কাঞ্চন মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূ‌চি’


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৪

ঢাকা: সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি, সংসদ সদস্য শাজাহান খান বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে, সারাদেশে কঠোর কর্মসূ‌চি দেওয়া হবে বলে জা‌নিয়েছেন বাংলাদেশ সড়ক প‌রিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গাবতলী বাস টার্মিনালে ও মিরপু‌রে মিছিল ও প্রতিবাদ সমাবেশে সড়ক প‌রিবহন শ্রমিক ফেডারেশন, জেলা সড়ক পরিবহন, বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘সারা বছর আমরা পরিবহন শ্রমিকরা অবহেলিত। দ্রুত সময়ের মধ্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’ অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিকরা।

অপর‌দিকে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সহ-সভাপতি মফিজুল হক বেবু বলেন, ‘ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করেছে, যতক্ষণ না পর্যন্ত মামলা তি‌নি প্রত্যাহার না করে নেবেন আমাদের আন্দোলন চলবে।’

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমেশ চন্দ্র ঘোষ ব‌লেন, ‘আমাদের নেতা শাজাহান খানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তাই অতি শিগগিরই এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপা‌শি আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহারের জন্য যেন নি‌র্দেশ দেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, মানহানির অভিযোগ এনে শাজাহান খানের বিরুদ্ধে মামলা করেন ইলিয়াস কাঞ্চন। মামলায় ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অভিযোগ আমলে নিয়ে ঢাকার যুগ্ম-জেলা জজ আদালত-১ শাজাহান খানের বিরুদ্ধে আজ সমন জারি করেছেন।

ইলিয়াস কাঞ্চন মানহানির মামলা শাজাহান খান

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর