ঋতুরাজ বসন্ত বরণে সিউলে সুরের মেলা
১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪১
বসন্তের আগমনী গান মিলেছে প্রাণের সুরে। আর তাতেই বর্ণিল হয়ে উঠেছে সিউল দূতাবাস পরিবার। বসন্তের আগমণ উপলক্ষে সেখানে বাংলাদেশ দূতাবাস উৎসব উদযাপন করেছে বসন্তের নানা গানে ।
স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় দূতাবাসের হলরুমে বসন্ত বরণের এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে হয় বিকেল ৬টায়। অনুষ্ঠান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা গানে ও কবিতা আবৃত্তির মাধ্যমে বসন্তকে বরণ করে নেন।
অনুষ্ঠানে বসন্তের গান নিয়ে সংগীতযন্ত্রে সুর তোলেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম, দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান স্যামুয়েল মূর্মু, দ্বিতীয় সচিব মিস্পে সোরেন। এছাড়া, কবিতা আবৃত্তি করেন অ্যাডমেনিস্ট্রেটিভ অফিসার জাহাঙ্গীর হোসাইন।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত আবিদা বলেন, বসন্তে ফুল ফোটে, একইসঙ্গে পাতাও ঝড়ে। আবার সবুজ সতেজতায় নতুনভাবে পল্লবিত হয়। বসন্ত পুরনো প্রকৃতিতে আসে আনন্দ-বেদনা নিয়ে। জীর্ণতা ঝেড়ে ফেলে নতুন শক্তি নিয়ে নতুন রূপে আবির্ভাব ঘটার শিক্ষা দেয়।