Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অংশ নেবে এইচডব্লিউপিএল’র প্রতিনিধি দল


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে এইচডব্লিউপিএল- এর তিন সদস্যের একটি প্রতিনিধি দল এখন ঢাকায়। দলে আছেন রোজালিন সিও, ক্লাইভ সন ও মিশেল চাং। তারা এসেছেন দক্ষিন কোরিয়া থেকে বাংলাদেশে অন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করে এইচডব্লিউপিএল এর পক্ষে নিজেদের সংহতি জানাতে।

আগামী একুশ ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে শামসুল হক খান কলেজ এবং আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ (এআইইউবি) এর কয়েক হাজার শিক্ষার্থীর সম্মিলনে যোগ দিয়ে তারা নিজ নিজ মাতৃভাষার গুরুত্ব, আন্তর্জাতিক সংহতি ও শাাান্তির বার্তা তুলে ধরবেন। শামসুল হক খান কলেজের শিক্ষার্থীরা তাদের মাতৃভাষা রক্ষায় প্রাণ হারানো তরুণদের আত্মত্যাগের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত করবে। এছাড়াও, এআইইউবি শিক্ষার্থীরা বাংলা কবিতা আবৃত্তি, বাংলা গান, নাটক পরিবেশনা সহ বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচি আদান প্রদানের পরিকল্পনা তুলে ধরবে।

বিজ্ঞাপন

দক্ষিন কোরিয়ার এই প্রতিনিধি দল ১৮ ফেব্রুয়ারিতে এসএটিভি’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশগ্রহন করেন। এসএটিভি’র অনুষ্ঠানে এইচডব্লিউপিএল এর প্রতিনিধিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অর্থ কোরিয়ার দৃষ্টিভঙ্গি থেকে স্মরণ করেন এবং সকল বিরোধ ও যুদ্ধের সম্ভাবনা হ্রাস, ধর্ম ও জাতিগত পরিচয় সুরক্ষা ও মাতৃভাষার সম্মান রক্ষা করার বিষয়েও আলোচনা করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি আন্তর্জাতিক দিবস, যা প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি ভাষা এবং সংস্কৃতির সমৃদ্ধি ও বৈচিত্র্যের জন্য, সকল ভাষাকে সম্মানিত করার জন্য সারাবিশ্বে পালন করা হয়। কালচারাল এক্সচেঞ্জ ও ওয়ার্ল্ড পিসের অধীনে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের জাতিগত পরিচয় ও মাতৃভাষার সম্মান অক্ষুন্ন রেখে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশ ও দক্ষিন কোরিয়ার মধ্যে একটি তুলনামূলক অভিজ্ঞতা ভাগ করে নেবে বলে মনে করেন এইচডব্লিউপিএল-এর প্রতিনিধি রোজালিন সিও। ডিপিসিডব্লিউ-তে বর্ণিত সুপারিশ অনুযায়ী সকল জাতিগত পরিচয়কে সম্মান জানানো এবং বিশ্বে শান্তি ও সংস্কৃতির বার্তা সকল প্রান্তে পৌঁছে দেয়ার বিষয়েও তিনি কথা বলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এইচডব্লিউপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর