Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে যাবেন ট্রাম্প, বস্তিবাসীকে উচ্ছেদ নোটিশ


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৯:২৪

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উদীয়মান অর্থনীতির দেশ ভারতে আসছেন পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আয়োজনের কমতি রাখছে না মোদি সরকার। এরমধ্যে রয়েছে গুজরাটের মোতেরা স্টেডিয়ামের আশেপাশে রাস্তার দুপাশে বস্তিবাসীকে উচ্ছেদ করা। যাতে  ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে গিয়ে ট্রাম্পের চোখে বস্তিবাসী না পড়ে। খবর আল-জাজিরার।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সস্ত্রীক ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। নয়া দিল্লি ও গুজরাটের আমেদাবাদ সফর করবেন তিনি। উদ্বোধন করবেন সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের। বক্তৃতা রাখবেন ভারতীয়দের উদ্দেশে। যেটির নাম দেওয়া হয়েছে ‘কেম ছোও ট্রাম্প’ অর্থ কেমন আছো ট্রাম্প?

বিজ্ঞাপন

আহমেদাবাদের বস্তিবাসীরা জানিয়েছেন, তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। তেজাভাই মেদা (৩৬) নামের এক দিনমজুর জানান প্রতিদিন তিন শ রুপি করে কামাই করেন তিনি। এখানে আছেন ২২ বছর ধরে।

তেজাভাই বলেন, আমি কি করব বুঝতে পারছি না। সরকার বলছে গরিবদের জন্য নতুন ঘর বানাবে। কিন্তু এখান থেকে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। আমরা সরকারের কাছে ঘর চাই না। যেন এখানে থাকতে পারি তাই চাই।

শুধু বস্তি উচ্ছেদই নয়। গুজরাট রাজ্য প্রশাসন রাস্তার পাশে ৭ ফুট উঁচু ও ১৩১২ ফুট দৈর্ঘ্যের কংক্রিট দেয়াল বানাচ্ছে যাতে বস্তিবাসীকে চোখে না পড়ে ট্রাম্পের।

ট্রাম্প বস্তি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর