Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় এড়িয়ে গেলেন মিয়ানমারের নতুন দূত


২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫২

স্পেশাল করেসপন্ডেন্ট:

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি এড়িয়ে গেলেন বাংলাদেশে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত ইউ এলউইন। প্রতিবেশি রাষ্ট্রের নতুন এই দূত রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত ইউ এলউইন গণমাধ্যমকর্মীদের বলেন, দুই দেশের অর্থনৈতিক এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উন্নতির জন্য কাজ করবেন তিনি।

এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তার কাছে জানতে চাইলে রাষ্ট্রদূত ইউ এলউইন বিষয়টি এড়িয়ে যান।

এদিকে, একটি কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত ইউ এলউইন জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন তিনি।

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর