Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে স্কুলের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, আহত এক


১৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদী পৌর এলাকায় সড়কের পাশে ড্রেন নির্মাণ কাজের সময় বিদ্যালয়ের দেয়াল ধ্বসে রাশেদ মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরিফ মিয়া (৩০) নামে আরেক শ্রমিক।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ মিয়া নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার মোতালিব মিয়ার ছেলে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান জানান, কয়েকজন শ্রমিক পৌরসভার সড়কের পাশে ড্রেন তৈরির জন্য গর্ত করছিলেন। এসময় পাশের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দেয়াল কর্মরত দুই শ্রমিক রাশেদ ও আরিফের ওপর ধসে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তবে পথে রাশেদ মিয়ার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরিফ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেয়াল ধসে মৃত্যু শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর