Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেগুনার ধাক্কায় আহত কলেজ ছাত্রের মৃত্যু


৮ ডিসেম্বর ২০১৭ ১৮:৫৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ১৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল করেসপন্ডেন্ট 

যাত্রাবাড়িতে লেগুনার ধাক্কায় আহত সাব্বির নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। লেগুনার ধাক্কায় আহত হওয়ার পর ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

শুক্রবার বিকালে এ ঘটনাটি ঘটেছে। এ দুর্ঘটনায় নিহতের বন্ধু আবদুল্লাহ (২৫) আহত হয়ে ঢামেক হাসপাতাল চিকিৎসাধীন আছেন।

তিনি জানান, তাদের বাড়ি নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার বরফা গ্রামে। সাব্বির আদমজি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেনীতে পড়াশুনা করত। আবদুল্লাহ আরও জানান, শুক্রবার বিকালে দুইজন মোটরসাইকেল যোগে যাত্রাবাড়ি আসি। কাজ শেষে বাড়ি ফেরার পথে মৃধাবাড়ি এলাকায় লেগুনার ধাক্কায় আহত হয়  এরপর আমাদেরকে  আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পর বিকাল সোয়া পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানায়, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে।

সারাবাংলা/এসএস/টিএম

কলেজ ছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর