‘অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতি’ গঠিত
১৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৪
ঢাকা: অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের কল্যাণের নিমিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাসারকে আহ্বায়ক ও বি এম আসাদউল্যাকে সদস্য সচিব করে ১২ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টন মণি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের বিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আ কা ফজলুল হক। আলোচনায় অংশ নেন জিল্লুর রহিম (কুষ্টিয়া), মো. সিদ্দিকুর রহমান (ঢাকা) মনোয়ারা বেগম (ঢাকা), নুরুল আজিম (কক্সবাজার), আ ফ ম তোহা পাটোয়ারী (ঢাকা), মো. আব্দুর রহমান খান (ঢাকা) রেজিয়া সুলতানা (হবিগঞ্জ), আবুল বাসার, মোশাররফ হোসেন (লক্ষ্মীপুর), মো. শফিকুল ইসলাম মানিক (বাহ্মণবাড়িয়া), সেলিম হাওলাদার (কেরানীগঞ্জ), কামরুল ইসলাম বাচ্চু, মো. গোলাম মোস্তাফা (ময়মনসিংহ)- সহ অনেকে।
সভায় বঙ্গবন্ধু, ভাষা শহীদসহ মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং প্রয়াত শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় আগামী ১৩ মার্চ সকাল ১০টায় বাংলাবাজারে নতুন কমিটির পরবর্তী সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।