Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে মানববন্ধন: জনতা ব্যাংকের লিখিত পরীক্ষা বাতিলের দাবি


১৯ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনতা ব্যাংকের টেলার নিয়োগের লিখিত পরীক্ষার ‘প্রশ্নপত্র ফাঁস’ হয়েছে এমন অভিযোগ করে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। ‘সম্মিলিত সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে চাকরি প্রার্থীরা বলেন, গত ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে ঘটনা ঘটে এতে মেধার অবমূল্যায়ন হয়েছে। তাই এই পরীক্ষা বাতিল চাই। শুধু এই পরীক্ষায়ই নয়, অনেক পরীক্ষায় প্রভাবশালীরা দুর্নীতি করে বেকারদের সাথে প্রহসন করছে। এই প্রহসন যদি চলতে থাকে তাহলে বেকার সমাজ ঘরে বসে থাকবে না, রাস্তায় নামবে।

বিজ্ঞাপন

তারা আরো বলেন, মেধার মাধ্যমে নিয়োগ প্রাপ্তরা সবসময় সৎ থাকে। কিন্তু যারা অসৎ পন্থায়, দুর্নীতি করে চাকরি নিয়োগ পায় তাদেরকেই পরবর্তীতে বড় বড় দুর্নীতির সাথে যুক্ত থাকতে দেখা যায়। এ সময় তারা পরীক্ষা বাতিল না হওয়া না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মানববন্ধনে তারা ‘ব্যাংক পরীক্ষায় দূর্নীতি মানি না মানবো না’, ‘জনতার টেলার রিটেন পরীক্ষা বাতিল চাই’, ‘প্রকৃত মেধার মূল্যায়ন চাই, প্রশ্নপত্র ফাঁস বন্ধ চাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এর আগে রাজধানীর শাহবাগে অবস্থিত গণগ্রন্থাগারের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাতিলের দাবী