Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় মাসের মাথায় আবার বাড়ল সোনার দাম


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪৫

ঢাকা: বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এখন ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৭৫ টাকা। অর্থাৎ, প্রতি ভরির দাম পড়ছে ৬১ হাজার ৫২৮ টাকা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের বাজারে সোনা এই দামে বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার বিষয়টি জানায় বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সই করা ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২১ ক্যারট প্রতিগ্রাম সোনার দাম ৫ হাজার ৭৫ টাকা, অর্থাৎ ভরি ৫৯ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট ৫৪ হাজার ১৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৪১ হাজার ৪০৮ টাকা।

এই নিয়ে চলতি বছরের প্রথম দুই মাসে দুই দফা বাড়লো সোনার দাম।

এর আগে গত ৪ জানুয়ারি বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, ‘বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটি ৫ জানুয়ারি থেকে বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

সেই হিসেবে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারির ১৮ তারিখ পর্যন্ত ২২ ক্যারেট সোনা ৬০ হাজার ৩৬১ টাকা, ২১ ক্যারেট ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেট ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৪০ হাজার ২৪১ টাকা ভরিপ্রতি বিক্রি হয়েছে।

এবারও সোনার দাম বৃদ্ধির জন্য আন্তর্জাতিক ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বাড়তির কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

 

 

বাজুস বাংলাদেশ জুয়েলারি সমিতি(বাজুস) সোনার দাম

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর