Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটিতে ‘ইউপিডিএফ কর্মী’কে গুলি করে হত্যা


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:০৯

রাঙামাটি: রাঙামাটিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি সদর উপজেলার দুর্গম বন্দুকভাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘আমরা বন্দুকভাঙ্গা এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়েছি। যেহেতু ঘটনাটি রাঙামাটি ও বরকল সীমান্তবর্তী দুর্গম এলাকায় এবং বরকল উপজেলা থেকে কাছে। তাই সেখানকার পুলিশ মৃতদেহটি উদ্ধারে রওয়ানা দিয়েছে।’

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘মৃতদেহ উদ্ধারের পর বিষয়টি আরও পরিষ্কার হবে। তবে যতটুকু খবর পেয়েছি, নিহত ব্যক্তি প্রসীতপন্থী ইউপিডিএফের কর্মী।’

তবে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখমাত্র অংগ্য মারমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিজেদের কর্মী নিহত হয়েছে এমন কোনো খবর তিনি পাননি। বিষয়টি খোঁজ নিয়ে জানাতে পারবেন।

ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর