রোদেলা আকাশ কেন ভয় পায় সিরীয়রা?
১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৪
এক দশক হয়ে গেল সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। বিদেশি মদদে বহুপাক্ষিক এই ধ্বংসলীলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। এখনও প্রতিদিন আতঙ্কে দিন কাটে সিরীয়দের। রোদেলা আকাশের চাইতে বিরূপ প্রকৃতিতেই তারা বেশি নিরাপদ। কারণ যেকোনো সময় হামলে পড়তে পারে যুদ্ধবিমান।
সিরিয়ার ইদলিবে মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের বা এমএসএফ এর লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজ করছেন এমন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে এসব তথ্য জানান। সংস্থাটি ইংরেজি নাম ডক্টরস উইদাউট বর্ডারস নামে পরিচিত। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে এবং উন্নয়নশীল দেশগুলোতে কাজ করে এটি।
তিনি বলেন, সবাই বলে তারা আকাশ পরিষ্কার থাকলেই ভয় পায়। কারণ, রোদেলা আকাশে যুদ্ধবিমানগুলো বোমা ছুড়তে শুরু করে। এ কারণেই তারা পছন্দ করে মেঘলা, কুয়াশাচ্ছন্ন অথবা বৃষ্টির দিন।
সিরীয়া যুদ্ধে এ পর্যন্ত প্রায় চার লাখ মানুষের মৃত্যু হয়েছে। বিদ্রোহী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের রাজধানী ইদলিবে সংঘর্ষ হচ্ছে সবচেয়ে বেশি।
ডক্টরস উইদাউট বর্ডারস এর ওয়েবসাইট থেকে সংগৃহীত।