ঢাকা: অনুমোদনবিহীন পণ্য বিক্রি ও ওজনে কারচুপির অভিযোগে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা শেষে এই মামলা করা হয়।
একই সঙ্গে ওই তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসটিআই।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বাজারজাত করায় ও ওজনে কারচুপির দায়ে মিরপুর-১ এলাকার দক্ষিণ পাইক পাড়ায় অবস্থিত অনন্ত ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা, একই এলাকার আরাফাত বেকারিকে ২৫ হাজার টাকা ও দক্ষিণ বিশিল এলাকার কোয়ালিটি ব্রেড অ্যান্ড ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির পরির্দশক মো. ছানোয়ার ও পরিদর্শক রঞ্জিত মল্লিক অংশ নেন।