Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা


১৯ ফেব্রুয়ারি ২০২০ ২২:২০

গাইবান্ধা: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জাসদের প্রার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

এদিন দুপুর সাড়ে ১২ বিএনপি প্রার্থী ডা ময়নুল হাসান সাদিক দলীয় নেতাকর্মীদের নিয়ে গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

বিকেল সাড়ে ৪ টার দিকে আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া, জাতীয় পার্টির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ময়নুর বাব্বী চৌধুরী।

সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেন।

২০১৯ সালের ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশনার এ আসনটি শূন্য ঘোষণা করেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল আজ। মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান বলেন, সাদুল্যাপুরে ১১টি, পলাশবাড়ি পৌরসভা ও পলাশবাড়ী উপজেলার ৯টি ইউনিয়নে ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছেন।

উপনির্বাচন গাইবান্ধা-৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর