Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের তিন গ্রামে পানির ট্যাংক বিতরণ


২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪০

সুস্থ জীবনের জন্য নিরাপদ পানির বিকল্প নেই। তাই সুন্দরবনের তিনটি গ্রামের নারী সমিতির সদস্যদের মধ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়েছ। এই উদ্যোগ ব্যাংক আল-ফালাহর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ। পরিকল্পনাটি বাস্তবায়নে সহযোগিতা করেছে এমআরডিআই।

বুধবার ( ১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগেও ব্যাংক আল-ফালাহ এই তিনটি গ্রামের ১৪০টি পরিবারের মধ্যে পানির ট্যাংক বিতরণ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ পানির জন্য সুন্দরবনের তিনটি গ্রামের ১০০টি পরিবারে পানির ট্যাংক বিতরণ করা হয়। যার মাধ্যমে এ সকল পরিবারের প্রায় ৫৭০ জন সদস্য উপকৃত হবেন।

এ প্রসঙ্গে ব্যাংক আল-ফালাহর কান্ট্রি হেড এহসান উল হক কোরেশী জানান, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে তাদের জীবন এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি সিএসআর-এর এই উদ্যোগ দারিদ্রের দুষ্টচক্র দূর করে সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবে।

এছাড়া সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক বাস্তবায়নের মাধ্যমে সিএসআর দারিদ্র বিমোচনে আরও উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম  বলে মন্তব্য করেন এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

পানির ট্যাংক বিতরণ সুন্দরবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর