‘কাট-কপি-পেস্ট’ জনকের জীবনাবসান
২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪২
কম্পিউটার শুরুর যুগের কিংবদন্তি প্রযুক্তিবিদ ল্যারি টেসলার মারা গেছেন। তিনি ‘কাট’ ‘কপি’ ‘পেস্ট’ কমান্ড সিস্টেমের জনক। যে অল্প ক’জন উদ্ভাবকের কারণে ব্যক্তিগত কম্পিউটারের ব্যবহার সহজ হয়েছে ল্যারি টেসলার তাদের অন্যতম।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৭৪ বছর বয়সে এই প্রথিতযশা কম্পিউটার বিজ্ঞানী মারা যান।
ল্যারি টেসলার সিলিকন ভ্যালিতে কাজ শুরু করেন ১৯৬০ এর দশকে। তিনি তার কর্মজীবনের শুরুর সময় কাটিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান জেরক্সে।
মৃত্যুতে শোক জানিয়ে জেরক্স বিবৃতিতে বলেছে, কাট, কপি, পেস্ট, ফাইন্ড, রিপ্লেস ও অনেক কিছুর উদ্ভাবক ছিলেন ল্যারি। তার কাজ প্রযুক্তিবিশ্বে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
ল্যারি টেসলার ১৯৪৫ সালে নিউ ইয়র্কের ব্রুনক্সে জন্মগ্রহণ করেন। তিনি পড়ালেখা করেছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। স্নাতকে ডিগ্রি লাভের পর ল্যারি ‘ইউজার ইন্টারফেস ডিজাইন’ নিয়ে কাজ শুরু করেন। যাতে কম্পিউটার সিস্টেম আরও ব্যবহার উপযোগী হয়।
জেরক্সের পাউলো আল্টো রিসার্চ সেন্টারে কাজ করার পর তিনি অ্যাপলে ক্যারিয়ার গড়েন। সেখানেও তিনি কাজ করেছেন ১৭ বছর। এরপর এডুকেশন সেটআপ, অ্যামাজন ও ইয়াহুতে অবদান রাখেন ল্যারি।