তরুণরা নিতে পারেন ভারত সফরের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৬
ঢাকা: ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ‘বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ভারত সফর-২০২০’র জন্য আবেদন নিচ্ছে। সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে বাংলাদেশের ১০০ জন মেধাবী তরুণ দেশটিতে সফরের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় মিশন জানিয়েছে, আবেদনকারীদের অবশ্যই যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে।
প্রসঙ্গত, হাইকমিশন ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিবছর এই সফরের আয়োজন করে। আট থেকে নয়দিনের এই সফরে বাংলাদেশের ১০০ জন তরুণকে ভারতের উন্নয়ন ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ করে দেবে।
এই সফরে রয়েছে ভারতের বিভিন্ন বিখ্যাত (সাংস্কৃতিক, শিল্প ও অন্যান্য) জায়গায় ভ্রমণের সুযোগ। ১০০ জনের এই যুব প্রতিনিধিদল ভারতের বিভিন্ন শহরেও ভ্রমণ করবে।
ভারতীয় হাইকমিশন বাংলাদেশের ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি, উদ্যোক্তা এবং গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রের তরুণদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত [email protected] এই ঠিকানায় ভারত সফরের জন্য আবেদন করা যাবে। তবে এই নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে https://hcidhaka.gov.in/pdf/CV_Format.pdf এই ঠিকানায় ঢুকে যে কেউ সহায়তা নিতে পারেন।