Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় দক্ষিণ কোরিয়ায় প্রথম মৃত্যু


২০ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫০

করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। চীনের বাইরে এটা ৯ম প্রাণহানির ঘটনা। এর আগে চীন ছাড়া ফ্রান্স, হংকং, জাপান, ফিলিপাইন ও তাইওয়ানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর এপি।
কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, দক্ষিণ কোরিয়ান ওই ব্যক্তির বয়স ছিল আনুমানিক ৬৩ বছর। বুধবার তিনি একটি হাসপাতালে মারা যান। আর তার মৃত্যুর পর জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আর সম্প্রতি তার মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়।
কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আরও ২২টি ভাইরাস সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা এখন ১০৪। নতুন ২২ জনের মধ্যে ২১ জনই ডেইগু শহর ও তার আশপাশে। বৃহস্পতিবার শহরটির মেয়র সবাইকে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।
টিভিতে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে মেয়র কিয়োন ইয়ং-জিন শঙ্কা প্রকাশ করে বলেন, ক্রমবর্ধমান সংক্রমণের ঘটনায় তিনি আশঙ্কা করছেন দ্রুতই শহরের স্বাস্থ্য ব্যবস্থা এর সঙ্গে তাল মেলাতে হিমশিম খাবে।
তিনি কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সহায়তার আহ্বান জানান। বৃহস্পতিবার কিয়োনের সঙ্গে ফোনে কথা বলেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
কিয়োনকে আস্বস্ত করে প্রেসিডেন্ট মুন বলেন, ভাইরাসটি মোকাবিলায় ডেইগু শহরকে সকল ধরণের সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার।

বিজ্ঞাপন

করোনাভাইরাস কোভিড-১৯ দক্ষিণ কোরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর