Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বছর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না চবি


২০ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৮

চট্টগ্রাম ব্যুরো: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত স্বত্ত্বেও চলতি বছর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসি ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পরীক্ষার মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ২৩৮তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রেজিস্ট্রারের সঙ্গে সারাবাংলার কথা হয়।

বিজ্ঞাপন

কে এম নুর আহমদ জানিয়েছেন, সমন্বিত পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের পর ইউজিসির সঙ্গে আলাপ করে আগামীবছর থেকে এতে অংশ নেওয়ার চিন্তা করবে কর্তৃপক্ষ।

গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি সমন্বিত ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর