Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাস ভেগাসে চতুর্মুখী আক্রমণের মুখে মাইকেল ব্লুমবার্গ


২০ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি-সিএনবিসি

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে ডেমোক্রেট দল থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্ধারণে ডেলিগেটদের ভোট সংগ্রহ করছে দলটি। তার অংশ হিসেবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় লাস ভেগাসে অনুষ্ঠিত হয় ডেমোক্রেট বিতর্ক। এই বিতর্কে প্রথমবারের মতো অংশ নিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ে সর্বশেষ নাম লেখানো ডেমোক্রেট ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। বিতর্কের উদ্বোধনী দিনেই তিনি চতুর্মুখী আক্রমণের শিকার হয়েছেন। বিভিন্ন প্রশ্ন ও তথ্য দিয়ে তাকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছেন তার সতীর্থ ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশীরা।

বিজ্ঞাপন

এছাড়াও, সেসময় ডেমোক্রেট দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা ভোটের দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে থাকা ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকেও আক্রমণ করেন। তার সমর্থকদের অনলাইনে অসদাচারণ, নির্বাচিত হওয়ার সম্ভাবনা এবং স্বাস্থ্যসেবা পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

লাস ভেগাস বিতর্কে মাইকেল ব্লুমবার্গকে লক্ষ্য করে নারীর প্রতি তার বিরূপ আচরণ, মেয়র থাকাকালীন তার অপরাধ সংশ্লিষ্ঠতা, তার আয়কর রিটার্নে অসামঞ্জস্যতা, রিপাবলিক পার্টিকে সমর্থন এবং সাম্প্রতিক নির্বাচনি প্রচারনায় টিভি বিজ্ঞাপনের ব্যবহার নিয়ে ব্যাপক প্রশ্ন উত্থাপিত হয়।

যদিও সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিতব্য নেভাডা ককাসে অংশ নিচ্ছেন না মাইকেল ব্লুমবার্গ। তিনি লাস ভেগাসের এই বিতর্ককে ‘ওয়ার্ম আপ’ হিসেবে উল্লেখ করেছেন।

নেভাডা ককাস মাইকেল ব্লুমবার্গ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ লাস ভেগাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর