Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির সঙ্গে দেখা করবেন উদ্ধব ঠাকরে


২০ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৩৬

দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

এর আগে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিবসেনা নেতা সঞ্জয় রাউত এক টুইটার বার্তায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো রাজধানী দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন।

প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি ও শিবসেনা জোটবদ্ধভাবে নির্বাচন করলেও পরবর্তীতে মুখ্যমন্ত্রীত্বের ইস্যুতে তাদের জোটে টানাপোড়েন সৃষ্টি হওয়ার পর বিজেপির দেবেন্দ্র ফডনবীশ একবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু আদালত আস্থাভোট গ্রহণের নির্দেশনা দিলে ফডনবীশ পদত্যাগ করেন। অনেক নাটকের শেষে উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

 

উদ্ধব ঠাকরে দিল্লি নরেন্দ্র মোদি মহারাষ্ট্র


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর