Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষা শহিদদের প্রতি চট্টগ্রামবাসীর বিনম্র শ্রদ্ধা


২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩২

চট্টগ্রাম ব্যুরো: মায়ের ভাষা বাংলার মর্যাদার জন্য আত্মাহুতি দেওয়া বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে চট্টগ্রামবাসী। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে ওঠে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার পর থেকেই শহীদ মানের শ্রদ্ধা জানাতে লোকজন আসতে শুরু করে। বিভিন্ন সংগঠন, নানা শ্রেণি-পেশার মানুষ স্লোগানে মুখর করে তোলে শহিদ মিনার এলাকা।

বিজ্ঞাপন

 

পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শহিদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানান চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার।

প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষ হলে শহিদ মিনার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীও ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান।

প্রতিবছরের মতো একুশের ভোরে প্রভাতফেরিতে আবারও মানুষের ঢল নামবে চট্টগ্রামের এই শহিদ মিনার প্রাঙ্গণে।

একুশে ভাষা মিনার শহিদ শ্রদ্ধা

বিজ্ঞাপন

২০২৪ কেমন গেল মেসির?
২০ নভেম্বর ২০২৪ ১১:৪৩

শেষ হলো রাফায়েল নাদাল অধ্যায়
২০ নভেম্বর ২০২৪ ১০:১৪

আরো

সম্পর্কিত খবর