স্মৃতির বেদীতে জাগ্রত জনতা [ফটো স্টোরি]
২১ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২০
পূর্বপুরুষের সব ঋণ শোধ করা যায় না। শুধু সে ঋণকে অবনত মস্তকে স্মরণ করে যেতে হয়। পূর্বপুরুষের সে অর্জনকে ধারণ করতে হয় মনে-মননে, আচারে-আচরণে। ৬৮ বছর আগের এমনই এক অর্জন দিয়ে গোটা বাঙালি জাতিকে ঋণী করে রেখে গেছেন সালাম-বরকত-রফিক-জব্বাররা। শাসকগোষ্ঠী যখন মায়ের ভাষা, মুখের ভাষা কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে মত্ত, তখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই ভাষার অধিকার ছিনিয়ে এনেছিলেন তারা। অগ্রজদের সে অর্জনকে স্মরণ করতে তাই কুণ্ঠা করে না জাতি। প্রতিবছর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই ভাষাশহিদদের স্মরণে নির্মিত যে স্মৃতির মিনার, তার বেদীতে শ্রদ্ধা জানাতে হাজির হন প্রথম প্রহর থেকেই।
এ বছরের একুশে ফেব্রুয়ারিতেও সে চিত্রের ব্যতিক্রম হয়নি। প্রথম প্রহরে ঘড়ির কাঁটা ঠিক ১২টা স্পর্শ করতেই ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ মন্ত্রি-সংসদ সদস্যরা শ্রদ্ধা জানান শহিদ বেদীতে। এরপর একে একে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে সেই শহিদ মিনারে।
রাত যত বাড়ে, জনতার ভিড়ও যেন তত বাড়তে থাকে। কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা পরিণত হয় জনসমুদ্রে। প্রভাতফেরির সেই মিছিল যেন শেষ হয় না। একুশের প্রভাতফেরি থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- শহিদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
- শহিদ বেদীতে দলীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
- ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার শ্রদ্ধা
- জাতীয় পার্টির নেতাদের নিয়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শ্রদ্ধা
- জাতীয় সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা ভাষা শহিদদের
- সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ শ্রদ্ধা জানাচ্ছেন
- জনতার দেওয়া ফুলে সজ্জিত শহিদ মিনার
- প্রভাতফেরিতে অপেক্ষমাণ জনতা
- ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধা
- শ্রদ্ধা জানাচ্ছেন বাম দলগুলোর নেতারা
- যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা
- শ্রদ্ধা জানাচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ
- অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা ভাষা শহিদদের
- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা
- ফুল দিয়ে তৈরি মানচিত্র অপূর্ব ড্যান্স স্কুলের
- লালবাগ স্পোর্টিং ক্লাবের তোড়াটিও নজর কেড়েছে
- ঢাকাইয়া ঐক্যের তোড়ায় ছিল সালাম-বরকতদের ছবিও
- শহিদ মিনারে ছাত্রলীগের শ্রদ্ধা
- ইডেন কলেজের পক্ষ থেকে শ্রদ্ধা ভাষা শহিদদের
- সকালের আলোয় শহিদ মিনার
- ফুলে ফুুলে রঙিন শহিদ মিনার
- স্বেচ্ছাসেকরা সারারাতই ব্যস্ত ছিলেন শহিদ মিনারকে সাজিয়ে রাখতে
- একুশের প্রথম প্রহরে শহিদ মিনার যেন একটুকরো বাংলাদেশ
একুশে একুশে ফেব্রুয়ারি একুশের প্রথম প্রহর টপ নিউজ প্রভাতফেরি শহিদ মিনার