Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্বাচলে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, অজ্ঞাতনামা যুবকের মৃত্যু


২১ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৬

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভো‌রে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন সারাবাংলাকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার ভো‌রে র‌্যাব-১ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা কালনী চেকপোস্টে ঢাকা মেট্রো-গ-৯৫২৩ নাম্বারের একটি প্রাইভেটকারকে থামার সিগন্যাল দেয়। এ সময় প্রাইভেটকারের ভেতর থেকে র‌্যাব সদস্যদের কে লক্ষ্য ক‌রে গুলি ছোড়ে ৩ জন।

র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে, একজন গুলিবিদ্ধ হয়। বাকী দুজন পালিয়ে যায়। এসময় র‌্যাব ঘটনাস্থল থে‌কে ২ টি পিস্তল, ২ টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি, ২৯৬ বোতল ফে‌নসিডিল ও ৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করে।

পরে, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব-১ রূপগঞ্জ থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়ে‌ছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

গাঁজা ফেনসিডিল বন্দুকযুদ্ধ মৃত্যু যুবক র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর