Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভুল করে’ বাংলাদেশের জলসীমায় ঢুকে গ্রেফতার ২৪ শ্রীলংকান


২২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৮

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার সময় চারটি মাছ ধরার নৌকাসহ শ্রীলংকার ২৪ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে এদের গ্রেফতার করে বাংলাদেশ নৌবাহিনী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী শনিবার (২২ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুক বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে টহল দিচ্ছিল। এসময় অচোনা, সানজু পুঠা, সি হর্স ও ডেনান মেরিন আচোনা নামে চারটি মাছ ধরার নৌকাকে আটক করা হয়। এতে ছিলেন শ্রীলংকার ২৮ জন জেলে, বোটচালক ও কর্মী। যারা সেসময় বাংলাদেশ অংশের সাগরে মাছ ধরছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনীর আরেকটি যুদ্ধ জাহাজ সুরভী। পরে বানৌজা সুরভীতে করে এদের গ্রেফতার করে পতেঙ্গায় নেওয়া হয়।

এ ঘটনায় বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পতেঙ্গা মডেল থানায় একটি মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা শফিকুল ইসলাম। এই মামলায় শ্রীলংকার ২৪ নাগরিককে গ্রেফতার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে পতেঙ্গা থানা উপপরিদর্শক মো. আবু সাঈদ রানা।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আরেফিন জুয়েল সারাবাংলাকে বলেন, ‘চারটি বোটে করে তারা বঙ্গোপসাগরে মাছ ধরছিল। গভীর রাতে অবৈধভাবে চারটি বোট বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ার পর নৌবাহিনীর টহল টিম তাদের আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তবে শ্রীলংকার এই নাগরিকরা স্রোতের টানে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনের প্রতিনিধি হেট্টিআরাচি কপিলা ঈশান্থা। তিনি সারাবাংলাকে বলেন, ‘এদের কোনো অপরাধ নেই। তারা আসলে স্রোতের টানে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল। এরপর তাদের নৌকার জ্বালানি তেল শেষ হয়ে যায়। আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছে।’

টপ নিউজ বানৌজা সুরভী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের জলসীমা শ্রীলঙ্কান গ্রেফতার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর