Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্পাসে এসে মারধরের শিকার ঢাবির সাবেক ২ শিক্ষার্থী


২২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসে এসে বর্তমান শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী। এ ঘটনায় কয়েকজন দর্শনার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল টিমের চার সদস্যও আহত হন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংলগ্ন ফুলার রোডে এ ঘটনা ঘটে। ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) কামাল উদ্দিনের নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

হামলার শিকার ঢাবির সাবেক দুই শিক্ষার্থী হলেন- নুজহাত ফারহানা ও রানা নাসের। এর মধ্যে নুজহাত ফারহানা মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে সে চীনে অধ্যায়নরত। আর রানা নাসের থিয়েটার ও পারফরমেন্স বিভাগে পড়াশোনা করেছেন। বর্তমানে সে আন্তর্জাতিক একটি কোম্পানিতে চাকরি করছেন।

নুজহাত ফারহানা বলেন, ‘রানা নাসেরের ছোট ভাই বাপ্পি চীনে স্কলারশিপ নিতে চায়। বিষয়টি নিয়ে রাতে ফুলার রোডে আমি ও বাপ্পি কথা বলছিলাম। এমন সময় প্রথমবর্ষের কিছু শিক্ষার্থী এসে যারা লাইন ধরে বসে ছিলেন তাদের হয়রানি করছিলেন। এ সময় তারা আমাদের কাছে এসে বাপ্পিকে মারধর করে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় এক শিক্ষার্থীর মোবাইলফোন ঘটনাস্থলে পড়ে যায়। পরে ওই শিক্ষার্থী মোবাইল ফোন নিতে এলে রানা নাসের ওকে ধরে ফেলে। পরে মারধরের শিকার আরেকজন ওই শিক্ষার্থীকে মারধর শুরু করে।’

‘এ ঘটনার পর হলের ভিপি কামাল এসে আমাদের হলের ভিতরে নিয়ে যায়। সে প্রচণ্ড খারাপ আচরণ করে আমাদের সঙ্গে। এ সময় ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী আসে। হেনস্তার এক পর্যায়ে কামাল বলে, প্রথমবর্ষের শিক্ষার্থীদের সাত খুন মাফ। তাকে কেন মারা হলো? এ সময় তারা নাসেরকে মারধর শুরু করে। তারা আমার ফোন নিয়ে টানাটানি শুরু করে। এ সময় প্রোক্টরিয়াল টিম এসে আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই শিক্ষার্থীরা তাদের ওপরও হামলা চালায়। এক পর্যায়ে তারা আমাদের প্রোক্টর অফিসে নিয়ে যেতে সক্ষম হয়।’- বলেন ফারহানা।

বিজ্ঞাপন

রানা নাসের বলেন, ‘আমার ছোট ভাই বাপ্পি শারীরিকভাবে অসুস্থ। আমার পরিবার তাকে চীনে পড়াশোনার জন্য পাঠাতে চায়। তাই আমি আমার ছোট ভাইয়ের মানসিক প্রস্তুতির জন্য বিশ্ববিদ্যালয়ের এক বড় আপুর (নুজহাত ফারহানা) দ্বারস্থ হই। আমার ভাই এবং ওই আপুকে ফুলার রোডে এক জায়গায় বসিয়ে আমি কাছেই একটি কাজের জন্য যাই। এ সময় এসএম হলের কিছু শিক্ষার্থী এসে আমার ভাইকে মারধর করে।’

এ বিষয়ে জানতে এসএম হলের ভিপি কামাল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর এ কে এম গোলাম রব্বানী বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন জানিয়ে বলেন, ‘আমাদের প্রোক্টরিয়াল টিমের চার সদস্য আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিতে হয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। অপরাধীদের অবশ্যই শাস্তি পেতে হবে।’

এস এম হল টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর