প্লে স্টোর থেকে ৬০০ অ্যাপ বাতিল করলো গুগল
২২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৭
প্লে স্টোরের বিজ্ঞাপন নীতিমালা লঙ্ঘনের কারণে প্রায় ৬০০ অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল। অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো ছাড়াও এই অ্যাপগুলো ডিভাইসের স্বাভাবিক ব্যবহারে বাধা সৃষ্টি করতো বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অফিসিয়াল ব্লগ নোটে গুগল জানিয়েছে, এই অ্যাপগুলোকে সরিয়ে নেয়ার পাশাপাশি তাদের মনেটাইজেশন প্ল্যাটফর্ম- গুগুল অ্যাডমব এবং গুগল অ্যাড ম্যানেজার থেকে নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, ব্যবহারীদের ডিভাইসে ইন্সটল করা অ্যাপগুলো অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাচ্ছে কিনা সেটা শনাক্ত করার জন্য মেশিন-লার্নিং প্রযুক্তি ব্যবহার করছে গুগল।