Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষায় ফেল করায় মগবাজারে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা


২২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মগবাজার এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে উম্মে ফাহিমা হোসেন দিবা (২৬) নামে এক মেডিকেল কলেজের শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রমনা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মৃত দিবা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রমাদিয়া গ্রামের গাজী দেলোয়ার হোসেনের মেয়ে। স্বামী শরীফ শাহরিয়ার শুভ ও চার বছরের এক মেয়েকে নিয়ে সে থাকতো বড় মগবাজার ইস্টার্ন টিউলিপের একটি ফ্ল্যাটে থাকতো।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, বড় মগবাজারের ওই বাসা থেকে দিবার লাশ উদ্ধার করা হয়। দিবা আদ-দ্বীন মেডিকেল কলেজের শেষ বর্ষে পড়তো। ফাইনাল পরীক্ষায় ফেল করায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দিবার বাবা-মা বাসায় গিয়ে তাকে বোঝানোর চেষ্টাও করেছিল। তবুও গত রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টার মধ্যে বাথরুমের ঝর্ণার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।

আত্মহত্যা মগবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর