র্যাবের পোশাক পরে ছিনতাই, গ্রেফতার ২
২২ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৪
ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পোশাক পরে ছিনতায়ের অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, একটি খেলনা পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি হ্যান্ডকাফ, র্যাবের পোশাক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুজন হলেন- আল আমিন (২২) ও রোমান (২১)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিন বিকেলে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) পুলিশের অ্যাডিশনাল ডিআইজি কাইয়্যুমুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আল আমিন র্যাবের পোশাক পরে অবৈধ অস্ত্রসহ টার্গেট করা ব্যক্তিকে নির্জন স্থানে নিয়ে মুক্তিপণ আদায় করতো। আবার কখনো কখনো ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়া ব্যক্তিকে ধরে নিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনতাই করতো।’ এরকম একটি অভিযোগের ভিত্তিতে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ারের নেতৃত্বে একটি দল আল আমিন ও রোমানকে গ্রেফতার করে বলে তিনি জানান।
র্যাব-১০ অধিনায়ক আরও বলেন, ‘এই চক্রের আরও বেশ কয়েকজন সদস্য আছে বলে জানতে পেরেছি। তারাও অচিরে গ্রেফতার হবে।
অন্যদিকে র্যাব-১০ আরও একটি অভিযান চালিয়ে পেট ও গোপনাঙ্গে ইয়াবা বহনকারী চক্রের তিন নারীসহ ৮ জনকে গ্রেফতার করেছে। নারীদের হাসপাতালে নিয়ে পেটের ভেতরে বিশেষভাবে রাখা ৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকরা ওই আটজন হলেন- বাচ্চু শেখ (২৪), মালা বেগম (৩৩), লিপি বেগম (৩৭), খাদিজা বেগম (৫৮), বিল্লাল হোসেন (৩৩), রিয়াজুল ইসলাম (৩১), মো. শামীম (৩৬) ও জহুরুল ইসলাম (৪৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজার থেকে ঢাকায় নিয়মিত ইয়াবার চালান নিয়ে আসতো।
র্যাব কর্মকর্তা কাইমুজ্জামান বলেন, ‘আমাদের কাছে খবর ছিল কক্সবাজার থেকে বাসযোগে চার জন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকায় আসছে। এর ভিত্তিতে নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ডে তিনজন নারীসহ চারজনকে আটক করি। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা থাকার বিষয় অস্বীকার করে। পরবর্তী সময় হাসপাতালে নিয়ে এক্সরে করলে তাদের পেটে মাদকের অস্তিত্ব পাওয়া যায়।’