Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি দুই বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না-বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এমন বিধান অমান্য করায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। বার কাউন্সিলকে ১০ লাখ টাকা করে দেওয়া সাপেক্ষে তাদের শিক্ষার্থীরা বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এর আগে, বৃহস্পতিবার দুই ইউনিভার্সিটির ভিসিকে তলব করেন আদালত। তারা হাজির হওয়ার পর রোববার আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

ইউনিভার্সিটির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী এ বি এম আলতাফ হোসেন।আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

জরিমানা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী. আপিল বিভাগ