Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামিন দরকার নেই, একমাসেই আপিল নিষ্পত্তি সম্ভব’


২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪৭

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, তারা (আদালত) চাইলে খালেদা জিয়ার জামিন না দিয়েই একমাসের মধ্যেই আপিল শুনানি শেষ করা সম্ভব।

তিনি বলেন, বিএনপিপন্থী আইনজীবীরা বয়স-অসুস্থতা বিবেচনা করে খালেদা জিয়ার জামিন চেয়েছেন। কিন্তু এ সংক্রান্ত কোনো কাগজপত্র তারা আদালতে জমা দেননি।’

মাহবুবে আলম আদালতে আরও বলেন, ‘এতিমে টাকায় দুর্নীতি করেছে এটি বড় ঘটনা। উনি জেলে আছেন, ওনাকে একজন সেবিকাও দেওয়া হয়েছে। আমরা আশা করছি, আদালত চাইলে জামিন না দিয়েই আমরা একমাসের মধ্যেই আপিল নিষ্পত্তি করতে পারব।’

‘খালেদা জিয়ার নির্দেশেই জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা ব্যাংক থেকে তোলা হয়। এতিমের টাকা আত্মসাতের চেয়ে বড় দুর্নীতি আর কী হতে পারে? একজন সরকার প্রধান হিসেবে তিনি এ দায়িত্ব এড়াতে পারেন না।’

মাহবুবে আলম বলেন, ‘রাজনীতিবিদরা যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে তার সাজা আরো কঠোর হয়। রাষ্ট্রপ্রধান হিসেবে কেউ দুর্নীতি করতে পারেন না। সাবেক সরকার প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ দুর্নীতির কারণে পাঁচ বছর কারাদণ্ড হয় এবং তিনি সাড়ে তিন বছর পর জামিন পান। তাহলে খালেদা জিয়াকে কেন ছাড় দেওয়া হবে?’

জামিন আবেদনের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘এ মামলার নথি ১৫ দিনের মধ্যে পাঠানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশটি এরইমধ্যে বিচারিক আদালতে পৌঁছেছে। নথি পৌঁছালেই জামিনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত।

এদিকে জামিন বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত জানার পরপরই আদালত ছেড়ে চলে যান বিএনপির আইনজীবীরা। গণমাধ্যমে সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলেননি তারা। তবে আদালত চত্বরে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/একে

 

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর