Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ওপর উঠে গেল প্রাইভেটকার, আহত ১৪


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২১

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার উঠে গেছে সেখানে অপেক্ষমাণ মানুষের ওপর। কারটির চাপায় ও ধাক্কায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গণপরিবহনের জন্য কুর্মিটোলা হাসপাতালের সামনের স্টপেজে অপেক্ষা করছিলেন কিছু মানুষ। হঠাত একটি দ্রুতগতির প্রাইভেট কার ওই অপেক্ষমাণ মানুষদের ওপর উঠে যায়। এতে আহত হন ১৪ জন। দ্রুত তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এছাড়া একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। আহত দুইজনকে নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হচ্ছে।

প্রাইভেটকারটি চালাচ্ছিলেন রবিউল নামে একজন। তিনিই গাড়িটির মালিক বলে জানান ওসি। বিমানবন্দর সড়কে ভাড়ায় গাড়ি চালাতেন তিনি। ঘটনার পরে প্রাইভেটকারসহ রবিউলকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

টপ নিউজ প্রাইভেট কার চাপা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর