সমন্বিত ভর্তি পরীক্ষায় যুক্ত না হওয়ার দাবিতে ঢাবিতে মানববন্ধন
২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪০
ঢাবি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের আশংকা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় অপারাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে সমন্বিত ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে অংশগ্রহণ না করার দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, ‘যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় তার একটি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস রোধ করতে হিমসিম খায় সেখানে ইউজিসি লাখ লাখ শিক্ষার্থীকে কিভাবে সামাল দেবে। সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল ও সৃষ্ট বিপর্যয়গুলো কি হতে পারে? তার কোনো আলাপ-আলোচনা ছাড়াই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে।’ এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোকে যতভাবে সরকারের অধীনস্ত করা যায় তার সমস্ত আয়োজন ইউজিসি করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে যারা পরিচালনা করেন তারা আদৌ নিজেদের মতামত প্রকাশ করার যোগ্যতা রাখেন কিনা সেটা আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বুয়েট তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শতবর্ষী প্রতিষ্ঠান তাদের সিদ্ধান্ত জানাতে দোদুল্যমান অবস্থায় রয়েছে সেটা দুঃখজনক।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত বলেন, ‘আগামীকাল একাডেমিক কাউন্সিলের বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেবে বলে মনে করি। যদি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবো না। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি মানতে কতৃপক্ষকে বাধ্য করবো।’
এছাড়া মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার দাবিতে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ইউজিসিকে জানাতে হবে। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বুয়েট সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বলে স্রেফ জানিয়ে দিয়েছে। আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানা যাবে।