Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে রান্নাঘরে আগুন, দগ্ধ ৬


২৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের এক বাড়িতে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়েছে। এতে দুই শিশুসহ ছয় জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একই পরিবারেরই সদস্য পাঁচ জন। তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

একই পরিবারের যে পাঁচ জন দগ্ধ হয়েছেন, তারা হলেন— দুখিয়াবাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে ছানোয়ার মুন্সি (৬০), ছানোয়ার মুন্সির স্ত্রী নিলুফার খাতুন লিলি (৫৫), তাদের ছেলে ছাইদুল ইসলাম (৩৮) ও ছাইদুল ইসলামের স্ত্রী নাজিরা খাতুন (৩৫) এবং ছাইদুলের দেড় বছরের মেয়ে সুমাইয়া খাতুন। এছাড়া একই বাড়িতে অবস্থানরত মুকুল হোসেনের ছেলে মেহেদি হাসানও (১০) দগ্ধ হয়েছে আগুনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনজিল হক দুর্ঘটনার তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে দগ্ধরা সবাই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মনজিল হক বলেন, দুখিয়াবাড়ী গ্রামের ছানোয়ার মুন্সির বাড়িতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের পাইপে চুলার দিকের অংশে ছিদ্র হয়ে আগুন ধরে যায়। এ সময় চুলা বিস্ফোরিত হয়ে রান্নাঘরে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। এসময় দগ্ধ অবস্থায় দুই নারী ও দুই শিশুসহ ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আগুন গ্যাস সিলিন্ডার টপ নিউজ দগ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর