সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: প্রশ্ন ফাঁসের অভিযোগ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই কমিটির প্রধান কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর বলেছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা বাতিল হওয়া নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যেটা সিদ্ধান্ত নেওয়া হবে- জাতির স্বার্থেই নেওয়া হবে।
https://www.youtube.com/watch?v=XWH91oXMTyI
রোববার দুপুরে শিক্ষা মন্ত্রাণলয়ের অধীনে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত চূড়ান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানান। এদিন দুপুর ৩টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী বৈঠক চলে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. আলমগীর। পরীক্ষা বাতিল হচ্ছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখনই বলা যাবে না। তবে ১৫ থেকে ২০ লাখ শিক্ষার্থীর কথা মাথায় রেখে আমরা সুপারিশ করব। সরকারও এমন সিদ্ধান্ত নেবে না যা শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী হয়। যে সুপারিশগুলো আমরা করব, তা অত্যন্ত গোপনীয়।
প্রশ্নফাঁস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই একটি পরীক্ষায় আংশিক প্রশ্নফাঁস হয়েছে- পুরোপুরি নয়। কোনো কোনোটির এমসিকিউ।
আগামী দুই-তিন দিনের মধ্যে যাচাই-বাছাই কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে, জানান সচিব।
সারাবাংলা/ইএইচটি/এটি