Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপিয়া-মফিজুর দম্পতির নামে আরও দু’টি মামলা


২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৭

ঢাকা: যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর নামে শেরেবাংলা নগর থানায় আরও দু’টি মামলা করেছে র‌্যাব। এর আগে বিমানবন্দর থানায় অস্ত্র, মাদক ও অর্থ পাচারের অভিযোগে একটি মামলা করা হয়েছিল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত শনিবার (২২ ফেব্রুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাপিয়াসহ চারজনকে আটকের ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। আর পাপিয়া-মফিজুর দম্পত্তির ফার্মগেট ২৮ ইন্দিরা রোডের বাসা থেকে অবৈধ অস্ত্র, গুলি, বিদেশি মদ ও ৫৮ লাখ ৪১ হাজার টাকা উদ্ধারের ঘটনায় শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে র‌্যাব-১। আর অর্থপাচার সংক্রান্ত মামলার জন্য সিআইডির কাছে আবেদন করা হয়েছে।’

সুজয় সরকার বলেন, ‘আজ সোমবার তাদের বিমানবন্দর থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে। পরবর্তীতে শেরেবাংলা নগর থানা পুলিশও আদালতে আবেদন করবে।’

উল্লেখ্য, প্রতারণা, অবৈধ অর্থপাচার, জাল টাকা সরবরাহ, মাদক ব্যবসা ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাদের গ্রেফতার করে র‌্যাব।

আরও পড়ুন: 
যেভাবে বিত্তের পাহাড় পাপিয়া-মফিজুর দম্পতির 
পাপিয়া প্রতিদিন বারের বিলই দিতেন আড়াই লাখ টাকা!

 

নুসরাত জাহান পাপিয়া পাপিয়া-মফিজুর পাপিয়া-মফিজুর দম্পতি যুব মহিলা লীগ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর