Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারত: আইএমএফ


২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৯

বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে ২০১৯ সালের ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে পঞ্চম স্থান করে নিয়েছিল ভারত। এবার শুধুমাত্র জিডিপির ভিত্তিতে যে তালিকা করা হয়েছে সেখানে ফ্রান্স ও যুক্তরাজ্যকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। খবর দ্য প্রিন্ট।

৬ থেকে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এক দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ভারত। কয়েকটি বিশেষ ফ্যাক্টরের ওপর ভিত্তি করে ভারতের পক্ষে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে ম্যাকিনসে গ্লোবাল ইনসটিটিউটের রিপোর্ট। সেই ফ্যাক্টরগুলো হলো – নগরায়ন, প্রযুক্তিগত উৎকর্ষ যা উৎপাদনকে কয়েকগুন বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ২০১০ সালের এক হিসাব অনুযায়ী ভারতের অবস্থান ছিল নবম। ব্রাজিল, ইতালির পেছনে ছিল এর অবস্থান। এছাড়াও, ১৯৯৫ সাল থেকে বর্তমান পর্যন্ত শুধুমাত্র জিডিপির বিচারে ভারতের ৭০০ শতাংশ উন্নয়ন হয়েছে।

২০১৯ সালে আইএমএফ প্রকাশিত শীর্ষ দশ বৃহৎ অর্থনীতির দেশ

মার্কিন যুক্তরাষ্ট্র

চীন

জাপান

জার্মানি

ভারত

যুক্তরাজ্য

ফ্রান্স

ইতালি

ব্রাজিল

কানাডা

ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) চীন জাপান জার্মানি ভারত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর