Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় আবু আলীর ভ্রমণবিষয়ক বই ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’


২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৩৩

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে সাংবাদিক আবু আলীর ভ্রমণবিষয়ক বই ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’। বইটি এনেছে জ্যোতিপ্রকাশ।

এতে রয়েছে বাংলাদেশ ও পাশ্ববর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর ভ্রমণ সংক্রান্ত তথ্য এবং চিত্র। আসাম, মেঘালয় ও ত্রিপুরার পর্যটনকেন্দ্রগুলোর বিশদ বিবরণ রয়েছে বইটিতে। আবু আলী বিশেষ করে তন্ত্রমন্ত্রের কামরূপ কামাখ্যার চিত্র, ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরেছেন। এছাড়া মেঘালয়ের চেরাপুঞ্জি, মারলিং ভিলেজ, লাইভ রুট ব্রিজ, সেভেন সিস্টার ফলসসহ আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের তথ্য ও চিত্র তুলে ধরেছেন। দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র স্বর্ণমন্দির, বিছানাকান্দি, জাফলং, কুয়াকাটা, হার্ডপয়েন্টসহ বেশকয়েকটি পর্যটন কেন্দ্রর বর্ণনাও রয়েছে বইটিতে।

বিজ্ঞাপন

‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’ বইটির মূল্য ধরা হয়েছে ১৫০টাকা। জ্যোতিপ্রকাশের স্টলের পাশাপাশি বইটি বাংলা একাডেমির মূল অংশে গোল্ডেন বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ম্যাগনাম ওপাসের স্টলে ২৫ শতাংশ কমিশনে পাওয়া যাচ্ছে।

আবু আলী বইমেলা ভ্রমণ বিষয়ক বই মেঘ পাহাড়ের আলিঙ্গন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর